26 C
আবহাওয়া
৬:৩৫ পূর্বাহ্ণ - মে ২৮, ২০২৩
Bnanews24.com
Home » চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবকের গুলিবিদ্ধ মরদেহ
চাঁপাইনবাবগঞ্জ টপ নিউজ বাংলাদেশ রাজশাহী সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবকের গুলিবিদ্ধ মরদেহ

মরদেহ

বিএনএ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা থেকে সাদিকুর রহমান সাধু (৩২) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ এপ্রিল) ভোরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিজিবির সহায়তায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত সাদিকুর রহমান সাধু শাহবাজপুর ইউনিয়নের উপরচাকপাড়া গ্রামের প্রয়াত তৈয়মুর রহমানের ছেলে। তিনি গরু ব্যবসায়ী ছিলেন।

সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য মনিরুল ইসলাম জানান, ভোরে কৃষকরা ক্ষেতে কাজে যাওয়ার সময় একজনের মরদেহ পড়ে থাকতে দেখে তাকে খবর দেয়। পরে তিনি সেখানে যান।

স্থানীয়দের উদ্বৃতি দিয়ে তিনি জানান, উপরচাকপাড়া গ্রামের সাদিকুর রাতে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার সময় বিএসএফ সদস্যদের গুলিতে আহত হলে তার সঙ্গীরা তাকে নিয়ে পালিয়ে আসার চেষ্টা করে। পথে তার মৃত্যু হলে সঙ্গীরা মরদেহটি ধানক্ষেতের পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

অন্যদিকে ৫৯ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্ত থেকে ফায়ারিং রেঞ্জের অনেক দূরে বাংলাদেশের অভ্যন্তরে ধানক্ষেতে মরদেহটি পাওয়া গেছে। তবে এটি বিএসএফ রিলেটেড নয়। দেশের অভ্যন্তরীণ ইস্যুতে কোনো কারণে সাদিকুর মারা গেছে। তদন্ত করে পুলিশ এর রহস্য বের করবে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Total Viewed and Shared : 118 


শিরোনাম বিএনএ
ধামরাইয়ে স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রিন্সিপাল আটক  এক যুগ পর গ্রেপ্তার স্বামী হত্যার দায়ে সাজাপ্রাপ্ত স্ত্রী  চকরিয়ায় গৃহকর্মী হত্যা মামলার আসামি গ্রেপ্তার বন্য হাতির আক্রমণে সব হারিয়ে নিঃস্ব তারা বশেমুরবিপ্রবিতে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৭ শতাংশ মিরসরাইয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু চবি'র 'ডি' ইউনিটের ফল প্রকাশ ধামরাইয়ে ৩৫হাজার দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান পাখি শিকার করতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু মানুষের দুঃখ-দুর্দশা ও সংগ্রামই ছিল জয়নুল আবেদিনের চিত্রকর্মের মূল উপজীব্য-রাষ্ট্রপতি