32 C
আবহাওয়া
১:১৬ অপরাহ্ণ - অক্টোবর ১৬, ২০২৪
Bnanews24.com
Home » ববিতে যশোর ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে অমিত-দেবাশীষ

ববিতে যশোর ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে অমিত-দেবাশীষ


বিএনএ, ববি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে৷ বুধবার (২২ মার্চ) সাবেক সভাপতি মো. আসাদরেজা অনিক ও সাধারণ সম্পাদক পার্থ ষোষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দেওয়া হয় ৷

কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অমিত সাহ অর্জুন ও সাধারণ সম্পাদক বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের দেবাশীষ দাস ৷ কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আতাউর সজল, খাদিজা আক্তার কেয়া, উর্মিষ্ঠা অধিকারী, আরিফ হোসেন আবির, মাহমুদুল হাসান পাপ্পু, শাহিন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মামুন হোসেন সোহেল, হাদিউজ্জামান সুমন, আকাশ সেন, অরুন সাহা৷ তানিম বেগ, রুপা সুমাইয়া, বিউটি সরকার, উম্মে হাফসা উর্মি, মো. নয়ন গাজী সাংগঠনিক সম্পাদক, জয়নাল আবেদিন ও মেহেদী হাসান শুভ সহ- সাংগঠনিক সম্পাদক, আব্দুল্লাহ আল নোমান, সাইফুল্লাহ মুত্তাকি, মো. নাজমুল ইসলাম, জোবায়ের কোষাধ্যক্ষ, নওরিন জাহান তিশা উপ অর্থ বিষয়ক সম্পাদক, ইশরাত জাহান তিশা।

প্রচার সম্পাদক পদে আসিব হাসান দপ্তর সম্পাদক, তন্ময় দেবনাথ আইন বিষয়ক সম্পাদক, মোঃ মেহেদি হাসান ক্রীড়া বিষয়ক,বাসুদেব কর্মকার ছাত্রী বিষয়ক সম্পাদক, নুসরাত তাহেরা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, অয়ন সাহা শিক্ষা বিষয়ক সম্পাদক, শিপন সরকার আপ্যায়ন বিষয়ক সম্পাদক, রনি ইসলাম। তথ্য বিষয়ক সম্পাদক, মাহবুব রহমান।

প্রসঙ্গত, প্রতিষ্ঠার পর থেকে যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতি শিক্ষার্থীদের নানাবিধ সংকট মোকাবেলায় সহযোগিতা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে৷

বিএনএ/রবিউল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ