29 C
আবহাওয়া
৯:৫৭ পূর্বাহ্ণ - মে ৩০, ২০২৩
Bnanews24.com
Home » গৌরীপুরে শ্যামগঞ্জ বাজারে আগুন

গৌরীপুরে শ্যামগঞ্জ বাজারে আগুন


বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।বুধবার (২২ মার্চ) রাত সোয়া ১০ টার দিকে শ্যামগঞ্জ মধ্যবাজার এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

ময়মনসিংহ বিভাগীয় উপপরিচালক মো. মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত সোয়া ১০ টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পোছায় ফায়ার সার্ভিস কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ৭ টি ইউনিট কাজ করছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। হার্ডওয়ারের দোকানসহ অন্তত ১০ টি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে।

এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

বিএনএনিউজ/হামিমুর রহমান/এইচ.এম।

Total Viewed and Shared : 113 


শিরোনাম বিএনএ