20 C
আবহাওয়া
৩:৩৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৬, ২০২৪
Bnanews24.com
Home » নারায়ণগঞ্জের প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

নারায়ণগঞ্জের প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

ছুরিকাঘাতে

বিএনএ, ঢাকা: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেল থেকে বের হয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নাজমুল হাসান (৩২) নামে এক যুবক  নিহত হয়েছে। বুধবার (২৩ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নাজমুল পরিবারের সঙ্গে সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় থাকতেন। তাকে হাসপাতালে নিয়ে আসা মো. সেলিম জানায়, আদমজী এলাকার কাউন্সিল অফিস থেকে কিছুটা অদূরে রেললাইনের পাশে স্থানীয় ইমন ও রিপন নামের দুই ভাই নাজমুলকে ছুরিকাঘাত করে। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। উন্নত চিকিৎসা জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানান। মাদক বেচা- কিনা নিয়ে তাদের সঙ্গে বিরোদ্ধ ছিল নাজমুলের। তার জেরে এ ঘটনাটি ঘটাতে পারে।

সেলিম আরও জানান, নাজমুল মাদক মামলায় বুধবার নারায়ণগঞ্জ কারাগার থেকে বের হন। এরপরই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

বিএনএ/আজিজুল,এমএফ

Loading


শিরোনাম বিএনএ