29 C
আবহাওয়া
৬:১৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » করোনাকালে জার্মানিতে ১ হাজার ২০০ নতুন শব্দ

করোনাকালে জার্মানিতে ১ হাজার ২০০ নতুন শব্দ


বিএনএ ডেস্ক :করোনা মহামারিকালে জার্মানির ভাষাবিদরা এক হাজার ২০০ এর বেশি নতুন শব্দ সংগ্রহ করেছেন। গত বছর মহামারিকালে জীবনধারা আমূল পরিবর্তনের পরিপ্রেক্ষিতে এসব শব্দের সৃষ্টি হয়েছে।

লেবিনিজ ইনিস্টিটিউট ফর দ্য জার্মান ল্যাঙ্গুয়েজ এই শব্দগুলো একত্রিত করেছে। সংস্থাটি অতীত ও বর্তমানের জার্মান শব্দ নথিবদ্ধ করে থাকে। এক বছরে গড়ে এক হাজার শব্দ সংগ্রহ করে থাকে প্রতিষ্ঠানটি। তবে এবার এক হাজার ২০০ এর বেশি শব্দ সংগৃহীত হয়েছে।

এই শব্দগুলোর মধ্যে করোনামুদি (কোভিড-১৯ এ ক্লান্ত) থেকে শুরু করে করোনাফ্রিসার (করোনা চুলের স্টাইল), করোনাঅ্যাংসট (ভাইরাস নিয়ে উদ্বেগ), ইমপফনিদ (যারা অন্যের টিকা দেওায় হিংসা করছে) রয়েছে।

Loading


শিরোনাম বিএনএ
শনিরআখড়ায় বাসের ধাক্কায় নিহত ১ বাংলাদেশ ও ভারত টেস্ট খেলার ধারাবিবরণী প্রচার করবে বাংলাদেশ বেতার ১ নভেম্বর হতে অবৈধ পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশে শিল্প স্থাপনে জাপানের প্রতি আহ্বান ক্রীড়া উপদেষ্টার জাপানে শতবর্ষী নাগরিকের সংখ্যা ৯৫ হাজার ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারকে ভাতা দেওয়ার সিদ্ধান্ত শাহদীন মালিকের পরিবর্তে সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ ঝিনাইদহে দুই শিবিরকর্মী হত্যার দায়ে ৮পুলিশসহ ২৩জনের বিরুদ্ধে মামলা জুলাই গণহত্যায় উসকানিদাতা কবি-সাংবাদিক হলেও রেহাই নেই : নাহিদ ইসলাম চট্টগ্রাম বন্দর মোহাম্মদীয়া দাখিল মাদরাসায় শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ