চট্টগ্রাম: সাংস্কৃতিক অঙ্গনে স্বরলিপি’র পদচারণা ১১ বছর পেরিয়ে ১২ বছরে পর্দাপন করলো।গুনিজনদের সম্মাননা, বাৎসরিক স্বরণিকা প্রকাশ ও ছাত্রছাত্রীদের চমৎকার পরিবেশনায় মুখরিত ছিল চট্টগ্রাম শিল্পকলা একাডেমির
পুরোটা জুড়ে।
অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি একুশে পদকপ্রাপ্ত গুনী ও বরেণ্য বংশীবাদক ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম
বেলুন উড়িয়ে শুভারম্ভ করেন।সংবর্ধিত গুণি সঙ্গীত শিল্পি কল্পনা লালা, কল্যানী ঘোষ, আবদুর রহিম, নবীন সঙ্গীত শিল্পি রিয়াজ ওয়ায়েজ কে সম্মাননা জানিয়ে স্বরলিপি নিজেকে স্বতন্ত্র করে রাখলো।
২২ জানুয়ারি বুধবার বিকেলে বেলুন উড়িয়ে স্বরলিপি’র ১১ বছর পূর্তি উদ্বোধন করার পর শুভ সূচনার পূর্বে
শিল্পকলা একাডেমির ভেতরে র্যালী অনুষ্ঠিত হয়।
সেলিম আকতার পিয়ালের সঞ্চালনায় ও স্বরলিপির পরিচালক সামশুল হায়দার তুষার এর সভাপতিত্বে
সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব জসিম উদ্দিন মিথুন, সমন্বকারী জাহিদ তানছির, আর.কে. রুবেল, জামাল আহমেদ, জাফর ইকবল, মাহবুবুর রহমান সাগর, ইলিয়াছ ইলু, এ আর বাবলু প্রমুখ।
সোমা মুৎসুদ্দির আবৃত্তি ছিল দারুণ অনুষ্ঠানে দীপংকর দস্তিদার এর প্রচ্ছদ ও অলংকরণ ও জাহেদ তানছিরের গ্রাফিকস এ এবং সেলিম আকতার পিয়াল সম্পাদিত ‘সুরেলা’ নামে একটা স্মরণিকার মোড়ক উম্মোচন করা হয়।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এ বহু গুনী শিল্পী সহ স্বরলিপির ছাত্রছাত্রীরা সংগীত পরিবেশন করেন।
শাওন এর নৃত্যদলের পরিবেশনা ছিল অসাধারণ। প্রেসবিজ্ঞপ্তি।
বিএনএ,এসজিএন/এইচমুন্নী