বিএনএ, চট্টগ্রাম: অলি খাঁ মসজিদ চট্টগ্রামের ঐতিহ্য। এ মসজিদের ঐতিহাসিক পটভূমি রয়েছে। অলি খাঁ মসজিদ শুধু চট্টগ্রামের মানুষকে নয়, বাংলাদেশের ১৬ কোটি মানুষকে আকর্ষণ করে। মানুষ যখনই চট্টগ্রামে আসে তারা এ মসজিদ দেখতে আসেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে চকবাজারে অলি খাঁ মসজিদের মোড়ে ম্যুরাল উদ্বোধনকালে মেয়র ডা. শাহাদাত হোসেন এ কথা বলেন।
তিনি বলেন, ছোটকাল থেকে এখানে বড় হয়েছি। এ মসজিদকে স্মরণীয় করার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এ মসজিদ ৮০ থেকে ১০০ বছরের পুরাতন স্থাপনা। আমি মনে করি চকবাজার মোড়ের এ ম্যুরাল মানুষকে আরও বেশি আকৃষ্ট করবে। চট্টগ্রামের সৌন্দর্যবর্ধনে এটা বিশাল ভূমিকা রাখবে।
ডা. শাহাদাত আরও বলেন, আমাদের রাজনৈতিক কালচার হয়ে গেছে, যে ক্ষমতায় আসে তার ম্যুরাল বানানো হয়। এটা আসলে স্থায়ী নয়। পরে যখন আরেক দল আসে তখন সেটা ভেঙে ফেলা হয়। এটা আমরা দেখেছি। আমি মনে করি, স্থানীয় প্রাচীন ঐতিহ্যগুলোই সংরক্ষণ করতে হবে। দল মত নির্বিশেষে যাতে কোনো প্রভাব না পড়ে। অলি খাঁ মসজিদের অনেক সংস্কার কাজ বাকি আছে। আমরা মনে করি, লিফট স্থাপন করতে হবে। এ কাজগুলো আমরা করে যাব।
বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী