18 C
আবহাওয়া
৭:৫৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » দিনাজপুরে শীতার্তদের কম্বল দিলেন ‘আমরা ৮৮’

দিনাজপুরে শীতার্তদের কম্বল দিলেন ‘আমরা ৮৮’


বিএনএ,দিনাজপুর : উত্তরের জনপদ দিনাজপুরে শীতার্ত মানুষদের শীতবস্ত্র কম্বল উপহার দিয়েছেআমরা ৮৮।সোমবার (২৩ জানুযারি) দিনাজপুর আদর্শ স্কুল প্রাঙ্গণে শতাধিক কম্বল বিতরণ করা হয়।  

বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর প্রেসক্লাব জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার এবং দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভিরুল ইসলাম।

সুব্রত মজুমদার ডলার বলেন, শীতার্ত মানুষের মাঝেআমরা ৮৮র উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। করুণা করে অসহায়,দুঃস্থ,গরীব বলে বিতরণ নয়, তারা শীতার্ত মানুষদের শীতবস্ত্র কম্বল উপহার দিচ্ছেন যা অনেকের কাছে শিক্ষণীয় ব্যাপার।

আমরা ৮৮ এর জেলা সমন্বয়ক শাহ্ আলম শাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে  শুভেচ্ছো স্বাগত বক্তব্য রাখেন, আমরা ৮৮’র নিবেদিত প্রাণ অধ্যক্ষ শরিফুল ইসলাম সাগর, শাহজাহান নভেল,শামীম করীর অপু,সৈয়দ আজাদুর রহমান  বিপু,মিনারুলইসলাম মিনার,মামুনুর রহমাসন জুয়েল,মো.রফিকুল ইসলাম,প্রকৃতি জীবন ক্লাবদিনাজপুরের সাধারণ সম্পাদক সৈয়দ সায়েম হোসেন,অপু সারোয়ার,সমাজ সেবক জাকির হোসেন রেমো,মানবাধিকার কর্মী ফারহানা মনি শিক্ষক মাসুদ ইবনে নফি।

আমরা ৮৮’র কার্যক্রম মানবতা সেবা অব্যাহত থাকবে বলে জানান জেলা সমন্বয়ক শাহ্ আলম শাহী।

বিএনএ২৪/ শাহ্ আলম ,এফএ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ