বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের বন্দর থানার নেভাল বার্থ সংলগ্ন কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত এক পুরুষের গলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। রবিবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নেভাল বার্থ-০৬ এর পিছনে উত্তর পূর্ব পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহের পরনে নীল রংয়ের ফুল জিন্স প্যান্ট, গায়ে ম্যাগি হাতা কালো কোটি, সাদা হাফহাতা গোলগলার গেঞ্জি এবং কালো রংয়ের হাফহাতার গোল গলা গেঞ্জি ছিল।
বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, উদ্ধার করা মরদেহ একজন পুরুষের। তার বয়স আনুমানিক ৩৫ বছর। মৃতদেহ পচে ফুলে গিয়েছিল। জিহ্বাও বের হয়ে গিয়েছিল। তার পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।
বিএনএনিউজ/ নাবিদ