28 C
আবহাওয়া
১০:১১ অপরাহ্ণ - অক্টোবর ৪, ২০২৩
Bnanews24.com
Home » ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন

ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন

ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন

বিএনএ, (ঈদগাঁও) কক্সবাজার : কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনের হুইপ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয় বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাতীয় সংসদের হুইপ আবু সাইয়েদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সাহাব উদ্দিন, কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, রামু- কক্সবাজারের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী- কতুবদিয়ার সাংসদ আশেক উল্লাহ রফিক, কক্সবাজারের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কানিজ ফাতেমা, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সাংসদ অধ্যাপিকা এথিন রাখাইন উপস্থিত ছিলেন।

কমিটির আহ্বায়ক হলেন আবু তালেব, যুগ্ম আহ্বায়করা হলেন যথাক্রমে হুমায়ুন কবির চৌধুরী হিমু, মহিদুল্লাহ মুহিদ এবং জালালাবাদের চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ।

বিএনএ/রেজাউল, এমএফ

Total Viewed and Shared : 156 


শিরোনাম বিএনএ