24 C
আবহাওয়া
৮:১৫ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ২৭, ২০২৪
Bnanews24.com
Home » পদ্মা সেতু নিয়ে টেলিফিল্ম

পদ্মা সেতু নিয়ে টেলিফিল্ম

টেলিফল্ম

বিনোদন ডেস্ক: মুক্তিযুদ্ধের বিজয় গাঁথা ও পদ্মা সেতু কেন্দ্র করে একটি টেলিফিল্ম নির্মিত হয়েছে। এটির নাম ‘সূর্যসকাল’।টেলিফিল্মটির পরিচালনা করেছেন রেজানুর রহমান।

এর গল্পে দেখা যাবে- স্বপ্নের পদ্মা সেতু কাছ থেকে দেখবে বলে দেশের শ্রেষ্ঠ সন্তান একদল বীর মুক্তিযোদ্ধা এক বন্ধুর বাড়িতে একত্রিত হয়। দীর্ঘ দিন পর তাদের দেখা।

সঙ্গত কারণেই অনেক উৎফুল্ল তারা। পদ্মা সেতু দেখতে যাওয়ার আগে নানান ধরনের প্রস্তুতি শুরু হয় সবার মাঝে। সিদ্ধান্ত হয় পরের দিন সকালে সূর্য ওঠার সময় পদ্মা সেতু দেখার জন্য যাত্রা শুরু করবেন তারা।

রাতে একটি অনুষ্ঠান কেন্দ্র করে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন সবাই। রাতে একজন খুন হয়। তার পর ঘটতে থাকে অনেক বিব্রতকর ঘটনা। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এক চরম সত্যের মুখোমুখি দাঁড়ায়। এভাবেই এগিয়ে যায় টেলিফিল্মটির গল্প।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, ঝুনা চৌধুরী, জিয়াউল হাসান কিসলু, হাফিজুর রহমান সুরুজ, সুমনা সোমা প্রমুখ। টেলিফিল্মটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার করা হবে।

বিএনএ/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ