19 C
আবহাওয়া
১:৪৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » সেনেগালকে হারিয়ে বিশ্বকাপ শুরু নেদারল্যান্ডসের

সেনেগালকে হারিয়ে বিশ্বকাপ শুরু নেদারল্যান্ডসের


বিএনএ, স্পোর্টস ডেস্ক : সেনেগালের বিপক্ষে প্রত্যাশিত জয় তুলে নিয়েই এবারের মিশন শুরু করল নেদারল্যান্ডস। কাতারের আল থুমামা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচটিতে ডাচ বাহিনী জিতেছে ২-০ গোল ব্যবধানে। দলে পক্ষে একটি করে গোল করেন কোডি গাপকো ও ড্যাভি ক্লাসেন।

দাপট দেখাতে না পারলেও কাজের কাজ করতে পারায় মূল্যবান পয়েন্ট ঘরে তুলল ডাচরা। গোটা ম্যাচে একটাই শট অন টার্গেট আর তাতেই গোল। ৮৩তম মিনিটে ফ্র্যাঙ্কি ডি ইয়ং দারুণ এক বল ক্রস করেন সেনেগালের ডি বক্সে। সেই বল দেখতে পেয়ে সেনেগালের রক্ষণ ভেঙে লাফিয়ে উঠে হেড করেন কডি গাকপো। সেনেগালের গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডি এগিয়ে আসলেও বলের নাগাল না পেয়ে পরাস্ত হন। আর তাতেই গাকপো বল জালে পাঠিয়ে ডাচদের ১-০ গোলে এগিয়ে নেন। এরপর যোগ করা অতিরিক্ত সময়ে মেমপিস ডিপাইয়ের পাস থেকে গোল করে গেলেন পরিবর্ত হিসেবে নামা ডেভি ক্লাসেন। এতে ২-০ গোলের জয় নিশ্চিত জয় ডাচদের।

ইউরোপিয়ান লিগগুলোতে যেমন ফাস্টেস্ট ফুটবল খেলতে দেখা যায়, ডাচরা সেটাই আজ করে দেখিয়েছে। সঙ্গে সেনেগালও। খেলায় দুই দলের পাস অ্যাকুরেসি ছিল প্রায় সমানে সমান।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ