বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে প্রথমবারের মতো হিজড়ারা (তৃতীয় লিঙ্গ) টিকাদান কার্যক্রমের আওতায় এসেছে। চট্টগ্রাম সিভিল সার্জনের সম্মেলন কক্ষে সোমবার (২২ নভেম্বর) দুপুরে এ টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির এ কার্যক্রম উদ্বোধন করেন। তিনি বলেন, সাধারণ মানুষের পাশাপাশি আমরা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকেও টিকার আওতায় আনতে পেরেছি। এভাবে পিছিয়ে পড়া সমাজের অন্যান্য জনগোষ্ঠীকেও টিকার আওতায় আনা হবে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এদিন প্রায় সাড়ে তিনশ তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের টিকা দেওয়া হচ্ছে ।
বিএনএ/ ওজি
Total Viewed and Shared : 136