28 C
আবহাওয়া
৮:২২ পূর্বাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » খাদ্যশস্য উৎপাদনে রাশিয়ার রেকর্ড

খাদ্যশস্য উৎপাদনে রাশিয়ার রেকর্ড


বিএনএ, বিশ্বডেস্ক : চলতি বছর রাশিয়ায় ১৫ কোটি টন শস্য উৎপাদন হয়েছে। বিশ্বের বৃহত্তম এই দেশটির ইতিহাসে এই প্রথম এত বেশি পরিমাণ খাদ্যশস্য উৎপন্ন হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার কৃষিমন্ত্রী দিমিত্রি পাত্রুশেভ।

তিনি বলেন, “আমরা আশা করছি চলতি বছর ১৫০ মিলিয়ন টন খাদ্যশস্য ঘরে তুলব। অবশ্য, এটি সম্পূর্ণভাবে আমাদের কৃষক ও কৃষি শিল্পগুলোর কৃতিত্ব।”

রাশিয়া টুডে জানিয়েছে, এর আগে ২০১৭ সালে খাদ্য উৎপাদনের রেকর্ড করেছিল রাশিয়া। ওই বছর ১৩৫.৫ মিলিয়ন টন ফসল উৎপাদন করে দেশটি। এরমধ্যে ৮৬ মিলিয়ন টন ছিল গম। এ বছর গম উৎপাদন ১০০ মিলিয়ন টন ছাড়িয়ে গেছে।

পাত্রুশেভ জানিয়েছেন, নতুন যুক্ত হওয়া দোনেস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া থেকে প্রচুর ফসল উৎপাদন হয়েছে। এসব অঞ্চল থেকে অতিরিক্ত ৫ মিলিয়ন টন ফসল আসতে পারে।

বিশ্বের বৃহত্তম গম রপ্তানিকারক দেশ রাশিয়া। এরপরেই আছে কানাডা ও যুক্তরাষ্ট্র। নানা নিষেধাজ্ঞার পরেও ২০২২ সালের জুন মাস থেকে ৮.৩ মিলিয়ন টন গম আন্তর্জাতিক বাজারে ছেড়েছে মস্কো। আগামি বছর মোট ৫০ মিলিয়ন টন গম রপ্তানি করার আশা করছে দেশটি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ