19 C
আবহাওয়া
৯:৫৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৪, ২০২৪
Bnanews24.com
Home » রাঙামাটিতে পাচারকালে বিপন্ন প্রজাতির বানর উদ্ধার

রাঙামাটিতে পাচারকালে বিপন্ন প্রজাতির বানর উদ্ধার

রাঙামাটিতে পাচারকালে বিপন্ন প্রজাতির বানর উদ্ধার

বিএনএ, রাঙ্গামাটি : রাঙামাটির কাপ্তাই উপজেলায় পাচারকালে এক ব্যক্তি থেকে বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (২২ অক্টোবর) সকালে কাপ্তাইয়ের ব্যঙছড়ি বিটের অধীনে গভীর অরণ্য হতে বিপন্ন প্রাণীর তালিকায় থাকা ‘বেঙ্গল স্লো লরিস’ নামের এ লজ্জাবতী বানর উদ্ধার করেন।

তথ্যমতে, ২০১৫ অনুযায়ী আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় একদম সংকটাপন্ন প্রাণী হিসেবে এ বিরল প্রজাতির লজ্জাবতী বানরের নাম উঠে এসেছে।

বনবিভাগ সূত্রে জানা যায়, কাপ্তাই রেঞ্জের ব্যাঙছড়ি বিটের গহীন অরণ্যে কোন এক পাহাড়ি ব্যক্তি লজ্জাবতী বানরটি পাচার করা উদ্দেশ্য নিয়ে যাচ্ছে। এমতাবস্থায় পাচারকারী বন বিভাগের লোকদের আগমনের সংবাদ পেয়ে রেখে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল হতে কাগজের বাক্স বন্দি অবস্থায় লজ্জাবতী বানরটি উদ্বার করা হয়।

এ বিষয়ে কাপ্তাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, উদ্ধার হওয়ার পর প্রাণীটি রাঙামাটি বন সংরক্ষক মোঃ মিজানুর রহমান ও ডিএফও ছালেহ মোঃ শোয়ইব খান এর নির্দেশনা মোতাবেক (শনিবার) রাত ৮টায় কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে অবমুক্ত করা হয়েছে।

বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
দ.কোরিয়ায় সামরিক আইন জারি, আবার প্রত্যাহার, লংকাকান্ড সাভারে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত আ’লীগ আমলে রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে আইন মন্ত্রণালয়ের চিঠি ‘স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক কর্মশালা শুরু নতুন উপকূলীয় গ্যাস অনুসন্ধানেও বিনিয়োগ করবে শেভরন ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের এক-তৃতীয়াংশ ভূমি হারিয়ে যেতে পারে প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে কাজ করছে সরকার আইএলও কনভেনশন বাস্তবায়নে বাংলাদেশের পরিষ্কার রোডম্যাপ আছে--বাণিজ্য উপদেষ্টা সেন্টমার্টিনকে বর্জ্য মুক্ত করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ