28 C
আবহাওয়া
১:১৪ অপরাহ্ণ - জুন ১৪, ২০২৪
Bnanews24.com
Home » রোহিঙ্গা ক্যাম্পে মাদক-অস্ত্র বন্ধে কঠোর হবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পে মাদক-অস্ত্র বন্ধে কঠোর হবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পে মাদক-অস্ত্র বন্ধে কঠোর হবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

বিএনএ ঢাকা: প্রত্যাবাসনবিরোধীরা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন। তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে অনেকটা অগ্রগতি হলেও কিছু লোক চায় না তারা নিজ দেশে ফেরত যাক।

মুহিবুল্লাহ হত্যা এবং ক্যাম্পে মারামারি করে মানুষ খুন করার পেছনে এদের হাত থাকতে পারে। এ বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখছে বলে জানান আবদুল মোমেন।

শুক্রবার (২২ অক্টোবর) সিলেটে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও জালালাবাদ অ্যাসোসিয়েশন আয়োজিত স্বাস্থ্যবিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পরাষ্ট্রমন্ত্রী।

সে সময় তিনি আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পের ভেতর ও বাইরের আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারের কাছে তথ্য আছে, রোহিঙ্গা ক্যাম্পকে কেন্দ্র করে অনেকে মাদক ও অস্ত্রের ব্যবসা করছে। এসব বন্ধে সরকার কঠোর হবে। মাদক ও অস্ত্র বাণিজ্য বন্ধে প্রয়োজনে গুলি ছোড়ার কথাও বলেন আব্দুল মোমেন।

হুট করে বাংলাদেশে তিস্তার পানি ছেড়ে দেয়া প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্রসচিব ভারতীয় হাইকমিশনের সঙ্গে আলাপ করবেন।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ