26 C
আবহাওয়া
৪:২৯ পূর্বাহ্ণ - অক্টোবর ৩, ২০২৫
Bnanews24.com
Home » গাজায় আরও ৭৫ ফিলিস্তিনি নিহত

গাজায় আরও ৭৫ ফিলিস্তিনি নিহত


বিএনএ, বিশ্বডেস্ক : গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।এর ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান যুদ্ধে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়াল ৬৫ হাজার ২৮৩ জনে। গত ২৪ ঘন্টায় আহত হয়েছে অন্তত ৩০৪ জন।  নিহতদের মধ্যে পাঁচজন ত্রাণ সংগ্রহ করতে গিয়ে মারা যান।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী,  ক্ষুধায় আরও চারজন মারা গেছেন। এর ফলে একই সময়ে অপুষ্টিজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪০ জনে, যাদের মধ্যে ১৪৭ জন শিশু।

এ ছাড়া  ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় অনেক মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। উদ্ধারকর্মীরা সেগুলো উদ্ধার করতে গিয়ে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ