20 C
আবহাওয়া
১০:১২ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ঢাকা মেডিকেলে বন্দির মৃত্যু

ঢাকা মেডিকেলে বন্দির মৃত্যু

ঢাকা মেডিকেলে বন্দির মৃত্যু

বিএনএ, ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কুনলিকা (৫৫) নামে এক বন্দির মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারারক্ষীদের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, বিকেল ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষীরা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসেন। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব

তিনি আরও জানান, ওই ব্যক্তি ভারতীয় নাগরিক। তার বাবার নাম শাম্মাদি। তবে তার মামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ