বিএনএ কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জাহাঙ্গীর আলম নামে এক মাদক কারবারী নিহত হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার জালিয়াপালং এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা এবং অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র্যাব ১৫- এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন, মাদক উদ্ধারে গেলে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় মাদক কারবারীরা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালালে জাহাঙ্গীর নিহত হয়। সে সময় ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, তিন রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
বিএনএনিউজ/আরকেসি
Total Viewed and Shared : 152