31 C
আবহাওয়া
৪:২৭ অপরাহ্ণ - মার্চ ২৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রাম চিড়িয়াখানায় তিন চিতা শাবকের জন্ম

চট্টগ্রাম চিড়িয়াখানায় তিন চিতা শাবকের জন্ম

চট্টগ্রাম চিড়িয়াখানায় তিন চিতা শাবকের জন্ম

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম চিড়িয়াখানায়  তিনটি শাবক প্রসব করেছে চিতা বিড়াল। চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ও চিকিৎসক শাহাদাত হোসেন শুভ জানান, গত ২০ সেপ্টেম্বর চিতা বিড়াল তিনটি শাবক প্রসব করে। মায়ের কাছে থাকায় সেগুলোর লিঙ্গ শনাক্ত করা এখনও সম্ভব হয়ে উঠেনি।

তিনি  বলেন, এ তিন শাবকসহ চট্টগ্রাম চিড়িয়াখানায় মোট ছয়টি চিতা বিড়াল রয়েছে । বাংলাদেশে ক্যাপটিভ ব্রিডিং (চিড়িয়াখানা ও সাফারি পার্কে বাচ্চা জন্ম নেওয়া) পদ্ধতিতে চট্টগ্রাম চিড়ায়াখানাতেই প্রথমবারের মত চিতা বিড়াল শাবক প্রসব করেছে । স্বাভাবিকভাবে চিতা বিড়ালের ক্যাপটিভ ব্রিডিং পদ্ধতিতে বাচ্চা প্রসবের ঘটনা খুবই বিরল।

উল্লেখ্য, এ চিড়িয়াখানায় থাকা চিতা বিড়ালগুলো চট্টগ্রামে বিভিন্ন এলাকায় অসুস্থ অবস্থায় মানুষের হাতে ধরা পড়েছিল। পরে সেগুলোকে চিকিৎসার জন্য এখানে নিয়ে এসেছিল স্থানীয়রা। পরে সুস্থ করে খাঁচায় রাখা হয়েছিল।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ