29 C
আবহাওয়া
৭:৩০ অপরাহ্ণ - মে ২২, ২০২৫
Bnanews24.com
Home » বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ

বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ


বিএনএ,ডেস্ক : হাইকোর্টের বিতর্কিত বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি।সংবিধানের ৯৬ অনুচ্ছেদ বলে বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে অপসারণ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে আইন ও বিচার বিভাগ।প্রজ্ঞাপনে সই করেন আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের।

এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ ৯৬-এর দফা (৬) মোতাবেক বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারকের পদ থেকে অপসারণ করেছেন।

গত বছরের জুলাই-আগস্টে কোটা আন্দোলনে সহিংসতার ঘটনার তদন্তে বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার।

পরে ওই বছরের ২৭ আগস্ট এই তদন্ত কমিশন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ