27 C
আবহাওয়া
১২:৪৯ অপরাহ্ণ - মে ২২, ২০২৫
Bnanews24.com
Home » গাজায় ইসরায়েলি হামলায় আরও ৯৩ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৯৩ ফিলিস্তিনি নিহত


বিএনএ,ডেস্ক :গাজায় ইসরায়েলের বিমান হামলায় আরও ৯৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। বুধবার (২১ মে) ভোর থেকে এ হামলা চালানো হয়।

এ দিকে পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার ওই এলাকায় অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটে।

জাতিসংঘের প্রধান মুখপাত্র জানিয়েছেন, গাজায় যে পরিমাণ ত্রাণ ঢুকছে, তা ক্ষুধার্ত জনগণের প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল’।

ইসরায়েলের আরোপিত নিষেধাজ্ঞার কারণে চিকিৎসাসামগ্রী ঢুকতে না পারায় এই সংকট সৃষ্টি হয়েছে বলে জানান চিকিৎসা কর্মীরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, ইসরায়েলের চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৫৩ হাজার ৬৫৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ২১ হাজার ৯৫০ জন।

গাজা সরকারের মিডিয়া অফিসের মতে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বহু মানুষ এখনো নিখোঁজ, যাদের মৃত বলে ধারণা করা হচ্ছে। তাদের যোগ করলে মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ