28 C
আবহাওয়া
৫:০২ পূর্বাহ্ণ - জুন ১৬, ২০২৪
Bnanews24.com
Home » রাঙামাটিতে চেয়ারম্যানকে গুলি করে হত্যার চেষ্টা

রাঙামাটিতে চেয়ারম্যানকে গুলি করে হত্যার চেষ্টা


বিএনএ, রাঙামাটি : রাঙামাটি বিলাইছড়ির বড়থলী ইউনিয়নের চেয়ারম্যানকে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
গতকাল রাত সাড়ে ১১ টার দিকে বিলাইছড়ির বড়থলী এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে বড়থলী ইউনিয়নের চেয়ারম্যান আতুমং মারমা এক বাড়িতে খাবার খাচ্ছিলেন। এসময় দুর্বৃত্তরা চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত অবস্থায় চেয়ারম্যানকে উদ্ধার করে রুমা সদর হাসপাতালে নিয়ে যান। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. রুবেল বলেন, রোগীর গায়ে দু’টি গুলি লেগেছে। তবে তার হাতের গুলিটা ঢুকে বের হয়ে গেছে এবং পায়ের উরুর গুলিটা রয়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ চেয়ারম্যানকে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে রাঙামাটির এএসপি মোঃ আবুল কাশেম চৌধুরী জানান, দুর্গম এলাকা হওয়ায় পুলিশ যেতে পারেনি। গুলিবিদ্ধ আতুমং চেয়ারম্যানের সাথে কথা হয়েছে। চিকিৎসা নিয়ে ফিরে আসার পর মামলা করা হবে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
বিএনএ/ কাইমুল ইসলাম ছোটন,ওজি/হাসনা

Loading


শিরোনাম বিএনএ