28 C
আবহাওয়া
৯:৫৪ অপরাহ্ণ - জুন ৩, ২০২৪
Bnanews24.com
Home » নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা, নিহত ৪০

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা, নিহত ৪০


বিএনএ, বিশ্বডেস্ক :  নাইজেরিয়ার প্লেটিউ রাজ্যে  অজ্ঞাত বন্দুকধারীরা খনি শ্রমিকদের ওপর হামলা চালিয়ে প্রায় ৪০ জনকে হত্যা করেছে। সোমবার (২০ মে) এই হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার (২১ মে) নাইজেরিয়ার স্থানীয় সরকার  এ তথ্য জানায়।

এলাকাবাসী ও পুলিশের তথ্যমতে,  মোটরসাইকেলে চড়ে আসা বন্দুকধারীরা খনি শ্রমিকদের এলাকার বাসিন্দাদের ওপর গুলি চালায় এবং বাড়িঘরে আগুন দেয়। এই এলাকায় দীর্ঘদিন ধরেই সম্পদ নিয়ে বিরোধ এবং আন্তঃসাম্প্রদায়িক সংঘর্ষ হচ্ছে ।

প্লেটিউ রাজ্যের তথ্য কমিশনার মুসা ইব্রাহিম আশোমস বলেছেন, ‘সশস্ত্র ব্যক্তিরা জুরাক সম্প্রদায়ের ওপর আক্রমণ করেছে। বন্দুকধারীরা বিক্ষিপ্তভাবে গুলি করেছে এবং বাড়িঘরে আগুন দিয়েছে’।

গত জানুয়ারিতে প্লেটিউ রাজ্যের মাঙ্গু শহরে মুসলিম এবং ক্রিস্টানদের মধ্যে আন্তঃসাম্প্রদায়িক সংঘর্ষ শুরু হয়। যার ফলে অনেক গির্জা ও মসজিদ পুড়ে যায়। ওই সংঘর্ষে ৫০ জনেরও বেশি নিহত হয় এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়।

বিএনএ/ ওজি/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ