35 C
আবহাওয়া
৮:৪৬ অপরাহ্ণ - জুন ২, ২০২৩
Bnanews24.com
Home » হেফাজতের সহ-দফতর সম্পাদক ইহতেশামুল গ্রেফতার

হেফাজতের সহ-দফতর সম্পাদক ইহতেশামুল গ্রেফতার

হেফাজতের সহ-দফতর সম্পাদক ইহতেশামুল গ্রেফতার

বিএনএ, ঢাকা : হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সহ-দফতর সম্পাদক মাওলানা ইহতেশামুল হক সাখীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) । বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মাহাবুব আলম।

তিনি বলেন, ‘বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর বংশাল এলাকা থেকে হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সহ-দফতর সম্পাদক ইহতেশামুল হক সাখীকে গ্রেফতার করা হয়।’

এর আগে গত ১১ এপ্রিল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হেফাজতের অন্তত ১৩ জন কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার সকালেই মানিকগঞ্জ থেকে হেফাজতের ঢাকা মহানগরীর যুগ্ম মহাসচিব আল্লামা খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবীকে গ্রেফতার করে র‌্যাব।
বিএনএ/ওজি

Total Viewed and Shared : 17 


শিরোনাম বিএনএ