বিএনএ,চট্টগ্রাম: সপ্তাহের শেষ কর্মদিবসে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৩ কোটি বেশি।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা যায়। সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৩৩ পয়েন্ট। সূচকটি ১৫ হাজার ৭৪৪ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে ৩৬ কোটি ৮২ লাখ টাকার শেয়ার। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ৩৩ কোটি ৮২ লাখ টাকা।
সিএসইতে মোট ২৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, দর কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।
এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে ৮৮৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন থেকে ১০৬ কোটি ৬২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল এক হাজার ৭৭৬ কোটি ৬৭ লাখ টাকার।
এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৩৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৩ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৪ পয়েন্ট বেড়েছে। এছাড়া ডিএসইতে আজ ৩৫৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৩টির, দর কমেছে ১৩৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৬টি কোম্পানির।
বিএনএনিউজ/মনির