বিএনএ, ঢাকা : রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় মোহাম্মদ সেলিম (৩৫) নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে বলে স্বজনরা অভিযোগ করেছে। শুক্রবার (২১মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনাটি ঘটে।
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সেলিম মিরপুর পল্লবীর ১৫ নম্বর লাইনের গোলাম মোহাম্মদের ছেলে। তিনি একটি পাঞ্জাবির কারখানায় এমব্রয়ডারির কাজ করতেন বলে জানিয়েছেন স্বজনরা।
নিহতের ভাই মোহাম্মদ বুলু জানান, শুক্রবার রাতের দিকে আমার ভাই এমব্রয়ডারির কাজ শেষে মিরপুর ১১ নম্বরের রাস্তা দিয়ে বাসা ফিরেছিলেন। এ সময় পথে ৩/৪ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে আমার ভাইকে । পরে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিই। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।
তিনি আরও জানান, কে বা কারা কেন হত্যা করেছে এখন পর্যন্ত জানতে পারিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতের দিকে ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছিল। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে । বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম।