28 C
আবহাওয়া
১১:৫৩ পূর্বাহ্ণ - মার্চ ২৩, ২০২৫
Bnanews24.com
Home » সাংবাদিকদের নবম গ্রেডে বেতন দেওয়ার প্রস্তাব

সাংবাদিকদের নবম গ্রেডে বেতন দেওয়ার প্রস্তাব


বিএনএ, ঢাকা : গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করার লক্ষ্যে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা দিতে নবম গ্রেডে বেতন দেওয়ার প্রস্তাব করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। শনিবার (২২ মার্চ) প্রধান উপদেষ্টা ড. ইউনূসের হাতে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন কমিশনের প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ।

সাংবাদিকদের বেতন প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা দিতে হবে। এটি না দেওয়ার ফলে অনেকে অনৈতিক কাজে জড়াচ্ছে। তবে বেতন-ভাতার ওয়েজবোর্ডে আমাদের এখতিয়ার না থাকলেও আর্থিক নিরাপত্তার কথা বলা হয়েছে। ন্যূনতম নবম গ্রেড অনুযায়ী একজন সাংবাদিকের বেতন হতে হবে। পাশাপাশি রাজধানীতে কর্মরত সাংবাদিকদের ঢাকা ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

তিনি আরও বলেন, বিসিএস ক্যাডারদের এন্ট্রি ৯ম গ্রেডের যে বেতন, সাংবাদিকতা শুরুর বেতন তার সঙ্গে মিল রেখে যেন করা হয় প্রতিবেদনে সেই সুপারিশ করা হয়েছে।

কামাল আহমেদ বলেন, এটা সারা দেশেই নিশ্চিত করতে হবে। সাংবাদিকতা করতে হলে ন্যূনতম স্নাতক পাসের যোগ্যতা থাকতে হবে। প্রথমে ‘শিক্ষানবিশ সাংবাদিক’ হিসেবে কাজ করতে হবে। শিক্ষানবিশ হিসেবে এক বছর কাজ করতে হবে। এরপর প্রমোশন পাবে।

এছাড়াও কমিশন প্রধান বলেন, সাংবাদিকদের নিরাপত্তা দিতে সাংবাদিকতা সুরক্ষা আইন তৈরির সুপারিশ দেওয়া হয়েছে। সেই আইনের খসড়াও তৈরি করে দেয়া হয়েছে। সরকারের হিসাবে ৬০০ পত্রিকা রয়েছে যারা সরকারি বিজ্ঞাপন পাওয়ার যোগ্যতা রাখে, কিন্তু বাস্তবে প্রকাশিত বিক্রিত পত্রিকার সংখ্যা মাত্র ৫২টি। প্রতারণা করে সরকারি বিজ্ঞাপন হাতিয়ে নেয়া হচ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
টঙ্গীতে বেতন ও ঈদ বোনাসের দাবি শ্রমিকদের বিক্ষোভ সুন্দরবনের আগুন বন বিভাগের চেষ্টায় নিয়ন্ত্রণে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে টানা ৯দিন নাফ নদী থেকে ৪ রোহিঙ্গার মরদেহ উদ্ধার, বিজিবি সদস্য নিখোঁজ ঈদের আগে ও পরে ৬ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলবে না: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় হাতির আক্রমণে নিহত শিশুর পরিবারকে দেখতে গেলেন মাহমুদুল হাসান টেকনাফের হলিউড পাহাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার সাংবাদিকতা পেশাকে সাংবাদিক-বান্ধব করার উদ্যোগ গ্রহণ করা হবে : উপদেষ্টা মাহফুজ বাংলাদেশের মানুষের ভাগ্য বদলাতে কুরআনের সংবিধান প্রয়োজন- অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী মিছিল থেকে গ্রেফতার যুব মহিলা লীগের নেত্রীসহ তিনজন রিমান্ডে