33 C
আবহাওয়া
৮:০৮ অপরাহ্ণ - জুন ৩, ২০২৩
Bnanews24.com
Home » রমজানে জাবি ছাত্রলীগের উদ্যোগে কুরআন শিক্ষার আয়োজন

রমজানে জাবি ছাত্রলীগের উদ্যোগে কুরআন শিক্ষার আয়োজন


বিএনএ, জাবিঃ আসন্ন মাহে রমজান উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মওলানা ভাসানী হলের ছাত্রলীগের উদ্যোগে মাসব্যাপী কুরআন শিক্ষার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেলের তত্ত্বাবধানে এ কর্মসূচীর আয়োজন করা হয়। পুরো রমজান মাস জুড়ে যোহর নামাজের পরে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের মসজিদে এ কোরআন শিক্ষার কর্মসূচী পালন করা হবে।

এ বিষয়ে ভাসানী হল ছাত্রলীগ কর্মী নাহিদুল হক জয় বলেন, ‘আমরা ছাত্রলীগ কর্মী সেই সাথে আমরা মুসলিমও। প্রতিবছর পবিত্র রমজান মাসকে ঘিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে নানা কর্মসূচীর আয়োজন করার হয়। তারই ধারাবাহিকতায় গতবছরের ন্যায় এবছরও আমরা জাবি ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল ভাইয়ের নেতৃত্বে মাওলানা ভাসানী হলে মাসব্যাপী কোরআন শিক্ষার আয়োজন করেছি।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ‘পবিত্র রমজান মাস উপলক্ষ্যে শিক্ষার্থীদের কুরআন শিক্ষাদানে ভাসানী হল ছাত্রলীগ উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীরা যাতে শুদ্ধভাবে কোরআন পড়তে পারে তাই আমাদের কাম্য। সুস্থ জ্ঞান চর্চায় ছাত্রলীগ কাজ করে যাবে। ধর্মের সু-শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে থাকলে ধর্মীয় সম্প্রতির ভিত্তিতে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে এ প্রজন্ম ভূমিকা রাখবে বলে আশা করি।’

মাসব্যাপী কোরআন শিক্ষা কমর্সূচীতে শিক্ষার্থীদের কোরআন শিক্ষার দায়িত্বে আছেন হাফেজ মোহাম্মদ মনজুরুল ইসলাম। এ বিষয়ে হাফেজ মোহাম্মদ মনজুরুল ইসলাম বলেন, ‘রমজান মাসের কোরআন শিক্ষার আয়োজন খুবই প্রশংসনীয় উদ্যোগ। আমি এ উদ্যোগকে সাদুবাদ জানাই। বড় পরিসরে এ কোরআন শিক্ষার আয়োজন করা হলে ক্যাম্পাসে অনেক শিক্ষার্থীই উপকৃত হবে।’

তিনি আরও বলেন, ‘কোরআন শিক্ষা কর্মসূচীকে দুইভাগে করা গেলে ভালো হত। সবাই কায়দা থেকে শুরু করতে আগ্রহী হবে না। আমার মতে কোরআন শিক্ষার পাশাপাশি যারা নামাজ শিক্ষার বিষয়ে আগ্রহী থাকবে তাদেরকে নামাজের প্রয়োজনীয় মাসায়েল, দোয়া ও সঠিকভাবে সূরা শেখানোর ব্যবস্থা করা দরকার।’

বিএনএ/সানভীর, এমএফ

Total Viewed and Shared : 129 


শিরোনাম বিএনএ