37 C
আবহাওয়া
২:৪৮ অপরাহ্ণ - জুন ৩, ২০২৩
Bnanews24.com
Home » নারায়ণগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ, দগ্ধ শাহজাহানের মৃত্যু

নারায়ণগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ, দগ্ধ শাহজাহানের মৃত্যু


বিএনএ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ ডালপট্টি এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ মো. শাহজাহান খান (৪০) নামে মারা গেছেন।বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। শাহজাহান খান পটুয়াখালীর আলী খানের ছেলে।

এর আগে শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে নিতাইগঞ্জ ডালপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। সেখান থেকে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ শাজাহান চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ছয়টার দিকে আইসিইউতে মারা গেছেন। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল।

বিএনএ/ ওজি

 

Total Viewed and Shared : 15 


শিরোনাম বিএনএ