33 C
আবহাওয়া
১:৫৬ অপরাহ্ণ - জুন ৩, ২০২৩
Bnanews24.com
Home » নিজেকে আর কষ্ট দিতে চান না কাজল

নিজেকে আর কষ্ট দিতে চান না কাজল

কাজল

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজলকে সিনেমাতে কেন বেশি দেখা যায় না? এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তিনি খোলাখুলি জানিয়েছিলেন, সিনেমার প্রস্তাব এলেই গ্রহণ করেন না তিনি। অপছন্দের মানুষের সঙ্গে কাজ করে নিজেকে আর কষ্ট দিতে চান না। স্পষ্ট করেই জানিয়ে দিলেন, ‘নিজেকে ব্যস্ত রাখতে হবে বলেই কাজ করতে চাই না।’

‘হেলিকপ্টার এলা’ সিনেমার প্রচারে ব্যস্ত থাকা কাজল জানিয়েছেন, ‘অনেক পরিশ্রম হয়েছে, এবার বিরতি প্রয়োজন।’

তাকে কেন বড় পর্দায় ঘন ঘন দেখা যায় না প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘সত্যি বলতে, আমি খুব অলস। নির্দিষ্ট সময়ে খুব বেশি কাজ করতে পারি না। একটা সিনেমার শুটিং শেষ হয়ে যাওয়ার পর আমার বিরতি দরকার হয়। আমি পরিশ্রম করে কাজ করি। আর অপছন্দের মানুষদের সঙ্গে কাজ করে নিজেকে কষ্ট দিতেও চাই না।’

কাজলকে ২০২২ সালে ‘সালাম ভেঙ্কি’ নামের সিনেমাতে শেষ দেখা গিয়েছিল। এছাড়া ‘গুড ওয়াইফ’ নামের ওয়েব সিরিজে তাকে দেখা যাবে কিছু দিন পরেই। হাতে রয়েছে আরও কিছু কাজ। আর এ নিয়েই ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Total Viewed and Shared : 114 


শিরোনাম বিএনএ