35 C
আবহাওয়া
১:৪১ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » জ্বালানি তেলের দাম ৭ বছরের মধ্যে সর্বোচ্চ

জ্বালানি তেলের দাম ৭ বছরের মধ্যে সর্বোচ্চ


বিএনএ, বিশ্বডেস্ক : ইউক্রেনের দোনবাস অঞ্চলকে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বীকৃতি দেয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ব্রেন্ট ক্রুড-এর দাম প্রতি ব্যারেল ৯৯.৩৮ ডলারে পৌঁছেছে। তেলের এই দাম গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।

এদিকে, লন্ডনের শেয়ারবাজারে দিনের শুরুতে ১.৪ ভাগ দরপতন ঘটেছে। এছাড়া এশিয়া এবং আমেরিকার স্টক এক্সচেঞ্জও ক্ষতির মুখে পড়েছে।

সোমবার রাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দোনবাস অঞ্চলকে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি দেন। তার এ ঘোষণার পর আমেরিকা ও ব্রিটেনসহ তাদের পশ্চিমা মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে।

সৌদি আরবের পর আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বড় তেল সরবরাহ কারী দেশ রাশিয়া। প্রাকৃতিক গ্যাস উৎপাদনে শীর্ষেও রয়েছে দেশটি। ইউক্রেন সংকটকে কেন্দ্র করে রাশিয়ার উপর যদি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চাপানো হয় তাহলে তেল ও গ্যাসের দাম আরও বেড়ে যাবে বলছেন বাজার বিশ্লেষকরা।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ