35 C
আবহাওয়া
৮:১৩ অপরাহ্ণ - এপ্রিল ২৩, ২০২৪
Bnanews24.com
Home » বৈদেশিক ডাকে পিস্তল : ঠিকানায় নাম থাকা কামরুল গ্রেপ্তার

বৈদেশিক ডাকে পিস্তল : ঠিকানায় নাম থাকা কামরুল গ্রেপ্তার


বিএনএ, ঢাকা : বৈদেশিক ডাকে ইতালি থেকে আসা চালান থেকে দুটি এইট এমএম পিস্তল উদ্ধারের ঘটনায় এর প্রাপক মজুমদার কামরুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ ফেব্রুয়ারি) রাত এগারটার দিকে চট্টগ্রামের হালিশহর ব্লক-১ এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মজুমদার কামরুল হাসান (৪০) চট্টগ্রাম নগরীর সিজিএস কলোনি এলাকার বাসিন্দা।

পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার আরিফ হোসেন তার গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক ইতালি থেকে আসা গৃহস্থালি পণ্যের চালান থেকে উদ্ধার করা পিস্তলের গন্তব্য ছিল কামরুলের সিজিএস কলোনির ঠিকানা। বন্দর থানার অনুরোধে হালিশহর থানাধীন আই ব্লকের ৬ নম্বর রোডের খালপাড় এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অস্ত্র জব্দের পর গ্রেপ্তার এড়াতে তিনি শ্বশুরবাড়িতে আত্মগোপন করেছিলেন।

কামরুলকে রাতেই বন্দর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, কামরুল হাসানের ঠিকানায় গৃহস্থালী সামগ্রীর একটি চালান পাঠান রাজীব বড়ুয়া। চালানটি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। চলতি বছরের জানুয়ারির শেষ দিকে ফরেন পোস্ট অফিসে চালানটি ইতালির রোম থেকে আসে।
এ ঘটনায় কামরুল ও রাজীবকে আসামি করে সোমবার নগরীর বন্দর থানায় মামলা করে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ