37 C
আবহাওয়া
৫:১০ অপরাহ্ণ - মে ৩০, ২০২৩
Bnanews24.com
Home » বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ১১ দফা নির্দেশনা

বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ১১ দফা নির্দেশনা

শতভাগ ফেল শত প্রতিষ্ঠানকে কি করবে মন্ত্রণালয়!

বিএনএ ঢাকা: দেশে আবারও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক ক্লাস কার্যক্রম দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এই সময়ের মধ্যে অনলাইন ক্লাস চললেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অফিস চালু থাকবে। প্রতিষ্ঠানগুলোতে জরুরি প্রয়োজনে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষক ও কর্মচারীদের দায়িত্বে নিয়োজিত রাখতে পারবেন প্রধান শিক্ষক।

শনিবার (২২ জানুয়ারি) এসব নিয়ে ১১ দফা নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে সই করেন শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর বেসরকারি কলেজ শাখার মহাপরিচালক (রুটিন দায়িত্ব) প্রফেসর মো শাহেদুল খবির চৌধুরী।

নির্দেশনাগুলো হলো:-

১. আগামি ৬ ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত সশরীরে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

২. এই সময়ে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বাস্তবতার ভিত্তিতে অনলাইনভার্চুয়াল প্ল্যাটফর্মে শিখন-শেখানো কার্যক্রম অব্যাহত রাখা হবে।

৩. যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড ১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম চলমান থাকবে। এক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আঞ্চলিক অফিস, জেলা শিক্ষা অফিস, উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিস স্থানীয় প্রশাসন এবং সিভিল সার্জনের সঙ্গে সমন্বয় অব্যাহত রাখবে।

৪. শিক্ষা প্রতিষ্ঠান বন্ধকালীন শ্রেণি কক্ষ, গ্রন্থাগার, গবেষণাগারসহ প্রতিষ্ঠানের সকল বিদ্যুৎ, টেলিফোন, ইন্টারনেট, পানি, গ্যাস সংযোগ নিরবচ্ছিন্ন ও নিরাপদ রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

৫. শিক্ষা প্রতিষ্ঠানের সকল সম্পদ রক্ষণাবেক্ষণ এবং সামগ্রিক নিরাপত্তার বিষয়টির প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে।

৬. শিক্ষা প্রতিষ্ঠান প্রধান প্রতিষ্ঠানের জরুরি প্রয়োজনে স্বাস্থ্য বিধি প্রতিপালনপূর্বক শিক্ষক ও কর্মচারীদের দায়িত্বে নিয়োজিত রাখতে পারবেন।

৭. যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রবাস/ছাত্রীনিবাসে বৈধ আবাসিক শিক্ষার্থীরা অবস্থান করছে তাদের সুবিধার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ছাত্রাবাস/ছাত্রী নিবাসসমূহ খোলা থাকবে। তবে সংশ্লিষ্ট সকলকে যথাযথ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।

৮. অধিদফতরের অধীন সব দফতর ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীকে অবশ্যই টিকা সনদ গ্রহণ করতে হবে।

৯. শিক্ষা প্রতিষ্ঠানের কার্যালয় যথারীতি চালু থাকবে; সেখানে স্বাস্থ্যবিধি মেনে দৈনন্দিন কার্যক্রম পরিচালিত হবে।

১০. জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আযয়োজনে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ক্রীড়া প্রতিযোগিতা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে।

১১. শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

সরকার ঘোষিত সব স্বাস্থ্যবিধি ও অন্যান্য বিধিনিষেধ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপযুক্ত নির্দেশনাসমূহ বাস্তবায়নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয় জানিয়েছে মন্ত্রনালয়।

বিএনএনিউজ/আরকেসি

Total Viewed and Shared : 19 


শিরোনাম বিএনএ