26 C
আবহাওয়া
৫:৪৩ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » রোহিঙ্গাদের প্রত্যাবাসনে অঙ্গীকারবদ্ধ মায়ানমার

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে অঙ্গীকারবদ্ধ মায়ানমার

রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করতে অঙ্গীকারবদ্ধ মায়ানমার

বিএনএ,ঢাকা:২০১৭ সালের সম্পাদিত চুক্তি অনুযায়ী মায়ানমার রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করতে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন দেশটির আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী কাইয়া টিন।পারস্পরিক আলোচনার ভিত্তিতে ১৯৭৮ ও ১৯৯২ সালে রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত নেয়ার বিষয়টি উল্লেখ করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আবদুল মোমেনের কাছে লেখা এক চিঠিতে কাইয়া টিন আরও বলেন,মায়ানমার প্রতিবেশী দেশের সঙ্গে পারস্পারিক অংশীদারিত্বের ভিত্তিতে যেকোনো দ্বিপাক্ষিক বিষয়ের সমাধান করতে চায়। গত ১৯ জানুয়ারি অনুষ্ঠিত চীন, মায়ানমার ও বাংলাদেশের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর দ্রুত প্রত্যার্বাসন শুরুর আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এছাড়া,বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর মতো তিনিও মনে করেন করোনা মহামারির কারণে নজিরবিহীন চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাপী বিভিন্ন জাতির মধ্যে পারস্পারিক সংহতি ও সহযোগিতা প্রযোজন বলে জানান কাইয়া টিন। শুক্রবার(২২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট মায়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযান শুরুর পর কয়েক মাসের মধ্যে বাংলাদেশে আশ্রয় নেয় সাত লাখের বেশি রোহিঙ্গা।আগে থেকে বাংলাদেশে ছিল আরও চার লাখ রোহিঙ্গা।সবমিলিয়ে ১১ লাখের বেশি রোহিঙ্গা নাগরিক নিয়ে সংকটে আছে বাংলাদেশ।

আন্তর্জাতিক চাপের মধ্যে মায়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ২০১৭ সালের শেষ দিকে বাংলাদেশের সঙ্গে চুক্তি করে। কিন্তু নানা টালবাহানা করে একজন রোহিঙ্গাকেও ফিরিয়ে নেয়নি দেশটি।

গত বছর দুই দফা প্রত্যাবাসনের উদ্যোগ নেয়া হলেও রাখাইন রাজ্যের পরিবেশ নিয়ে শঙ্কার কথা তুলে ধরে ফিরতে রাজি হননি রোহিঙ্গারা।সম্প্রতি রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে চীনের মধ্যস্থতায় বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে ভার্চুয়ালি বৈঠক হয়।সেই বৈঠকে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর ব্যাপারে আশ্বাস দেয় মায়ানমার।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ