23 C
আবহাওয়া
১০:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে পৃথক দুর্ঘটনায় নারীসহ দুই জনের মৃত্যু

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় নারীসহ দুই জনের মৃত্যু

গোপালগঞ্জে ট্রাক খাদে,দুইজনের মৃত্যু 

বিএনএ, ঢাকা : রাজধানীতে পৃথক দুর্ঘটনায় নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার(২১ জানুয়ারী)রাতে ও শুক্রবার(২২ জানুয়ারী) সকালে এ দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতেরা হলেন , জহিরুল ইসলাম (৪৫) ও আমেনা বেগম (৭০)।

জহিরুলের সহকর্মী শফিকুল ইসলাম জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানে কাজ করেন তারা। শুক্রবার সকালে ১০টার দিকে আগারগাঁও ৬০ ফিট মোড়ে রাস্তার পাশে  বিদ্যুতের খুঁটিতে উপর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায় জহিরুল। পরে গুরুতর আহতাবস্হায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে বেলা ১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।জহিরুলের বাড়ি কুষ্টিয়া ভেড়ামারায়। বর্তমানে উত্তরা আব্দুল্লাহপুরে পরিবার নিয়ে থাকতেন।

অপর দিকে যাত্রাবাড়ীর বাদশা মিয়া রোডে বাসের ধাক্কায় নিহত হয়েছেন আমেনা বেগম (৭০) নামে এক বৃদ্ধা।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় বাদশা মিয়া রোডে রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে ঘাতক বাসটি শনাক্ত করা যায়নি। মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের ছেলে আলী আশরাফ জানান, তারা যাত্রাবাড়ী সাদ্দাম মার্কেট তুষারধারা এলাকায় থাকেন। গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর। তার বাবার নাম মৃত ওয়াহিদ আলী। আজ শুক্রবার আশুলিয়া তার মেয়ের বাসায় যাবে বলে ফল কেনার জন্য বৃহস্পতিবার বিকেলে বাসা থেকে বের হয় মা। বিভিন্ন এলাকা ঘুরে চিটাগং রোড থেকে ফল কিনে রাতে বাসায় ফেরার সময় রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্হলেই মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.বাচ্চু মিয়া মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, মরদেহ দুইটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ