34 C
আবহাওয়া
৬:০০ অপরাহ্ণ - মে ১০, ২০২৪
Bnanews24.com
Home » পশ্চিমতীরে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে ইসরাইল

পশ্চিমতীরে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে ইসরাইল

পশ্চিমতীরে ব্যাপক ধরপাকড়

বিএনএ, বিশ্বডেস্ক : ফিলিস্তিনের পশ্চিমতীর, জেরুজালেমসহ ব্যাপক এলাকায় ধরপাকড় চালাচ্ছে দখলদার ইসরাইলী বাহিনী।গাজায় ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ চলাকালে এই গণগ্রেপ্তারে সাধারণ ফিলিস্তিনিদের মধ্যে চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে।বেছে বেছে তরুণ ও যুবকদের ধরে বন্দী করা হচ্ছে।

ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের আজকের খবর

রামাল্লা থেকে বার্তা সংস্থা ওয়াফা মঙ্গলবার(২১ নভেম্বর) জানায়, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ইসরাইল সেনাবাহিনীর সদস্যরা ও পুলিশ বিভিন্ন স্থানে রেইড দিয়ে ৪৫জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে।

ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধে চলাকালে জেনিন শহরে ১২জন,জেরুজালেমে ৫জন যুবক,রামাল্লা থেকে ৯জন, জেরিকো ও নাবলুস থেকে ৩জন করে এবং বেথেলহাম থেকে ৫জন ও হেবরন থেকে ৮জনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে।

গাজা ও পশ্চিমতীরের মধ্যেবর্তী স্থানে দখলদার রাষ্ট্র ইসরাইলের অবস্থান।

এদিকে গাজার বেশ কয়েকটি শরণার্থী শিবির এলাকার ওপর সোমবার রাতে বিমান হামলা চালিয়েছে  দখলদার ইসরাইলী বাহিনী।

80 civilians were killed and dozens wounded
মায়ের পর শিশুটিও মারা গেলে, মায়ের মৃতদেহের ওপর শিশুর মৃত দেহ রাখা হয়-ছবি ওয়াফা

মধ্যগাজার নুসেইরাত শরণার্থী শিবির ও উত্তর গাজার শিবিরগুলোতে হামলায় কমপক্ষে ৮০জন নিহত ও বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। গাজার স্বরাষ্ট্র মন্ত্রাণালয় এ তথ্য জানিয়েছে। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু।

আরও পড়ুন : ইসরাইলি হামলায় লেবাননের দুই টিভি সাংবাদিক নিহত

বিএনএনিউজ২৪,ইসরাইল-ফিলিস্তিন,জিএন

Loading


শিরোনাম বিএনএ