29 C
আবহাওয়া
১:২৫ অপরাহ্ণ - আগস্ট ১৭, ২০২৫
Bnanews24.com
Home » সুপ্রিম কোর্টে প্রবেশে লাগবে এনআইডি বা পাসপোর্ট

সুপ্রিম কোর্টে প্রবেশে লাগবে এনআইডি বা পাসপোর্ট

সুপ্রিম কোর্ট বারের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

বিএনএ, ঢাকা : সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ। দেশের সর্বোচ্চ আদালতের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে বিনা প্রয়োজনে কাউকে আদালত প্রাঙ্গণে প্রবেশ না করার কথা বলা হয়েছে। জরুরি প্রয়োজনে কেউ প্রবেশ করলে সঙ্গে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা পাসপোর্ট রাখতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়েছে, নির্দেশিত হয়ে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিনা প্রয়োজনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ না করার জন্য বলা হলো। জরুরি প্রয়োজনে কেউ প্রবেশ করলে স্ব স্ব জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট সাথে রাখার জন্য বলা গেল।

এছাড়া, সুপ্রিম কোর্ট প্রশাসন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত স্টিকার ছাড়া গাড়ি প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। অন্যথায়, অবৈধ অনুপ্রবেশকারী গণ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ