27 C
আবহাওয়া
৬:১০ পূর্বাহ্ণ - নভেম্বর ১, ২০২৪
Bnanews24.com
Home » রাউজানে এমপি ফজলে করিমের জন্মদিনে আলো পাবে ৬৯ জন

রাউজানে এমপি ফজলে করিমের জন্মদিনে আলো পাবে ৬৯ জন

রাউজানে এমপি ফজলে করিমের জন্মদিনে আলো পাবে ৬৯ জন

বিএনএ, রাউজান (চট্টগ্রাম): রেলপথ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপির ৬৯ তম জন্মদিন আগামী ৫ নভেম্বর। এ উপলক্ষে এমপি পুত্র, তরুণ আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরী নিজ খরচে রাউজানের ১৪ ইউনিয়ন ও পৌর এলাকার ৬৯ জন অন্ধ রোগীকে চোখের ছানি অপারেশন করার ব্যবস্থা করে দেবেন।

শনিবার (২১ অক্টোবর) বিকালে সেন্ট্রাল বয়েজ অব রাউজানের উদ্যোগে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম।

সংবাদ সম্মেলনে চোখের ছানি অপারেশন কমিটির আহবায়ক নোমান বিন আজিজি বলেন. শনিবার (২১ অক্টোবর) ৬৯ জন রোগীর মধ্যে ২২ জনকে চট্টগ্রাম নগরীর রয়েল চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রথম ধাপে ২২ জনকে চোখের ছানি অপারেশন করার পর আগামী এক সপ্তাহের মধ্যে ৬৯ জন রোগীকে ছোখের ছানি অপারেশন করার কার্যক্রম শেষ করবে। দরিদ্র পরিবারের রোগীদেরও চোখের ছানি অপারেশন ও তাদের থাকা খাওয়া, যাতায়াত ঔষধ খরচের সম্পুর্ণ টাকা তরুণ আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরী বহন করবে।

মানবিক নেতা ফারাজ করিম চৌধুরীর এই মহৎ উদ্যোগে পরিচালন করছেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান।

চোখের ছানি অপারেশন কাজে সহায়তা করছেন রাউজানের নোয়াজিশপুরের বাসিন্দা রয়েল চক্ষু হাসপাতালের পরিচালক ডা. নারায়ণ চন্দ্র নাথ।

আরও পড়ুন: ইংল্যান্ডকে রেকর্ড ৪০০ রানের লক্ষ্য দিল প্রোটিয়ারা

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, পৌর কাউন্সিলর জানে আলম জনি, চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, সেন্টাল বয়েজ অব রাউজানের সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, অনিক ভট্টচায্য, আবিরুল ইসলাম, মাসুমসহ সেন্ট্রাল বয়েজ অব রাউজানের কর্মকর্তা ও সদস্যরা।

বিএনএনিউজ/ শফিউল আজম/ বিএম

Loading


শিরোনাম বিএনএ