34 C
আবহাওয়া
৭:১৮ অপরাহ্ণ - এপ্রিল ৩০, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহে আগুনে পুড়ল ২০ বসতঘর

ময়মনসিংহে আগুনে পুড়ল ২০ বসতঘর

ময়মনসিংহে আগুনে পুড়ল ২০ বসতঘর

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় অগ্নিকাণ্ডে একটি বাড়ির ২০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার জামিরাদিয়া মাষ্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সুত্র জানায়, ভালুকা উপজেলার শিল্পাঞ্চল জামিরাদিয়া মাষ্টারবাড়ি এলাকায় আধাপাকা ২০ টি বসতঘর গার্মেন্টস শ্রমিকদের কাছে ভাড়া দিয়েছিল।

গার্মেন্টস শ্রমিকরা সেখানে বসবাস করতেন। ঘটনার দিন সকালে সকল শ্রমিকরা কাজে চলে যায়। হঠাৎ বেলা সাড়ে ১১ টার দিকে ওই বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

পরে খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাড়ির ২০ টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন: ধ্বংসাত্মক কাজ করলে ছাড় দেওয়া হবে না:প্রধানমন্ত্রী

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন জানান, ওই বাড়িতে ২০ টি মেস ঘর ছিল। সেখানে গার্মেন্টসসহ অন্যান্য শ্রমিকরা বসবাস করতেন। ঘটনার সময় মেস খালি থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্তের পর বলা যাবে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/ হামিমুর রহমান/ বিএম

Loading


শিরোনাম বিএনএ