30 C
আবহাওয়া
৬:২১ পূর্বাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৪
Bnanews24.com
Home » আজকের পুঁজিবাজার: সূচকের উত্থানেও কমেছে লেনদেন

আজকের পুঁজিবাজার: সূচকের উত্থানেও কমেছে লেনদেন

পুঁজিবাজার

বিএনএ,ঢাকা:দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২১ অক্টোবর) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। ধারাবাহিকভাবে সাত কার্যদিবস পর উভয় পুঁজিবাজারে সূচক উত্থানে ফিরেছে।

এদিন ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমেছে। একইসঙ্গে শেয়ারবাজারে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসই’র প্রধান ডিএসইএক্স সূচক ৫৫.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৭৬.২৩ পয়েন্টে।

দিন শেষে ডিএসইতে ৩৭৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৩টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির। ডিএসইতে এদিন ১ হাজার ২৯৭ কোটি ৫০ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪১৭ কোটি টাকা কম।

এদিন অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সিএসইএক্স সূচক ১০৪.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৪৩২.৩১ পয়েন্টে।

এদিন সিএসইতে ২৭৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। দিন শেষে সিএসইতে ৪১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৭ কোটি টাকা কম।

বিএনএ নিউজ/ এসবি, ওজি

Loading


শিরোনাম বিএনএ