28 C
আবহাওয়া
৮:৩৪ অপরাহ্ণ - মে ১২, ২০২৪
Bnanews24.com
Home » পাকিস্তানে রাষ্ট্রদূতের মেয়েকে হত্যার বিচার শুরু

পাকিস্তানে রাষ্ট্রদূতের মেয়েকে হত্যার বিচার শুরু


বিএনএ ডেস্ক :পাকিস্তানে রাষ্ট্রদূতের মেয়েকে ‘ধর্ষণের পর শিরশ্ছেদ’ করে হত্যার বিচারকাজ শুরু হয়েছে। বুধবার(২০ অক্টোবর) ইসলামাবাদে এ বিচারপ্রক্রিয়া শুরু হয়।চলতি বছরের জুলাইয়ে রাষ্ট্রদূত শওকত মুকাদ্দামের ২৭ বছরের মেয়ে নূর মুকাদ্দামকে নৃশংসভাবে হত্যা করা হয়।

অভিযুক্ত আসামি জহির জাফর এক শিল্পপতির ছেলে। তিনি এ হত্যার দায় অস্বীকার করেছেন।

পুলিশ জানায়, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মুকাদ্দামের ওপর হামলা করা হয়। তিনি বেশ কয়েকবার জাফরের বাড়ি থেকে পালাতে চেষ্টা করেও পারেননি। বারবারই জাফরের বাড়ির কর্মীরা তাকে বাধা দিয়েছেন। জাফর তাকে ধর্ষণ করেন । এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে শিরশ্ছেদ করেন।

আইনজীবী শাহ খাওয়ার বিদেশী গণমাধ্যমকে জানান, আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়েছে। প্রথম সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। পরবর্তী শুনানিতে আরও পাঁচজন সাক্ষ্য দেবেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ