29 C
আবহাওয়া
৮:০০ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » ডেঙ্গু পরিস্থিতি, ২৪ ঘন্টায় ২৪৬ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গু পরিস্থিতি, ২৪ ঘন্টায় ২৪৬ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গু, একদিনে ৩ জনের মৃত্যু

বিএনএ ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২১১ জন এবং ঢাকার বাইরে ৩৫ জন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা এক হাজার ৩১ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, এ বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ১৬ হাজার ২২২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ১৫ হাজার ১৩২ জন রোগী।  এ সময়ে ডেঙ্গুতে ৫৯ জনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ