15 C
আবহাওয়া
৭:০০ অপরাহ্ণ - জানুয়ারি ২, ২০২৫
Bnanews24.com
Home » কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় একজন নিহত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় একজন নিহত

দুর্ঘটনা

বিএনএ, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। বুধবার (২১ আগস্ট) আনুমানিক ১০ টা ৪০ মিনিটে কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন নন্দনপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোটবাড়ি পুলিশ ফাঁড়ির  এসআই মোরশেদ আলম। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বাসটি অটোরিকশাটিকে চাপা দেয়। আমরা প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলছি।’

নিহত ব্যক্তি বলরামপুরের বাসিন্দা মৃত জামাল মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা। তার বয়স আনুমানিক ৬০ বছর।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সেকশন অফিসার মো. জাহিদুল ইসলাম বলেন, সকালে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে। আমাদের বাসটি শহর থেকে বিশ্ববিদ্যালয়ের দিকে আসছিলো এবং বিপরীত পাশ থেকে অটোটি কোটবাড়ি বিশ্বরোডের দিকে যাচ্ছিলো। ড্রাইভার বলেছে, অটোর গতি বেশি ছিলো। তবে, নিহত নারী বাসের সামনে পড়েননি। তিনি হয়তো বাসের পেছন দিকে ধাক্কা খেয়েছেন। আমরা আশেপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি।

বিএনএ/আদনান/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ