বিএনএ, বিশ্বডেস্ক : সিরিয়ার আল-হাসাকা প্রদেশে আমেরিকার আশ-শাদাদি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। সোমবার (২১ জুন) ভোরে এই হামলা হয়েছে বলে আস-সাবেরিন নিউজ জানিয়েছে। ঘাঁটি লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।
কেউ এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।
মার্কিন বাহিনী আশ-শাদাদি ঘাঁটিটিকে দায়েশ বা আইএস জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার কাজেও ব্যবহার করছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। রোববারও কুর্দিদের কাছে আটক একদল আইএস জঙ্গিকে মুক্ত করে এই ঘাঁটিতে প্রশিক্ষণের জন্য আনা হয়েছে। প্রশিক্ষণ শেষে সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে তাদেরকে কাজে লাগানো হবে।
সিরিয়ায় এখনও কিছু এলাকা দখল করে রেখেছে মার্কিন বাহিনী। তারা আইএসসহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে সহযোগিতা দিচ্ছে। (পার্সটুডে)
বিএনএনিউজ/এইচ.এম।
Total Viewed and Shared : 140