33 C
আবহাওয়া
১০:২৭ অপরাহ্ণ - জুন ৫, ২০২৩
Bnanews24.com
Home » তানহা মৌমাছির “বাসর ঘর”

তানহা মৌমাছির “বাসর ঘর”

তানহা মৌমাছির “বাসর ঘর”

বিএনএ বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা তানহা মৌমাছি সম্প্রতি শুটিং শেষ করেছেন শাপলা মিডিয়া প্রযোজিত ‘বাসর ঘর’ চলচ্চিত্রের। এ ছবি নির্মাণের মধ্য দিয়ে দীর্ঘ নয় বছর পর ফের নির্মাণে ফিরেছেন পরিচালক নাসির উদ্দিন। রাজধানীর উত্তরায় শুরু হয়েছিলো ছবির দৃশ্য ধারণের কাজ, শেষ হয়েছে পূবাইলে। এতে তানহার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সাদমান সামির।

এ প্রসঙ্গে তানহা মৌমাছি বলেন, গত ঈদের আগে শুরু করেছিলাম শাপলা মিডিয়ার ‘বাসর ঘর’ ছবিটির কাজ । কিছুদিন বিরতি দিয়ে উত্তরার পর পূবাইলের বেশকিছু মনোরম রিসোর্টে টানা শুটিং করে শেষ করলাম এ ছবিটির কাজ। ছবির গল্প খুবই ভালো, আশা করছি দর্শকদের ভালো লাগবে।

তানহা মৌমাছি আরো বলেন, বছরের শুরু থেকেই ব্যস্ত সময় পার করছি। চলতি বছরে এর মধ্যে ‘বাসর ঘর’ ছাড়াও রাকিবুল আলম রাকিব পরিচালিত ‘ইয়েস ম্যাডাম’ এবং মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘আয়না’ ছবির কাজ করেছি। তিনটি কাজই চমৎকার হয়েছে। কিছুদিন বিরতি দিয়ে চারটি বিজ্ঞাপনে কাজ করবো।এছাড়া শাপলা মিডিয়ার আরেক ছবি ডিএইচ বাদল পরিচালিত ‘আমার স্বপ্নে দেখা রাজ কন্যা’র কিছু অংশের কাজ বাকি আছে, সেগুলো শেষ করবো। এরপর আরো তিন’টি ছবি নিয়ে আলোচনা চলছে। সবকিছু ঠিক থাকলে শিগগির সুখবর দিতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন যেনো ভালো ভালো কাজ দর্শকদের উপহার দিতে পারি।

উল্লেখ্য, পরিচালক শাহীন সুমনের ‘কি দারুণ দেখতে’ সিনেমার মাধ্যমে রুপালী পর্দায় আত্মপ্রকাশ করেন চিত্রনায়িকা তানহা মৌমাছি। ইতোমধ্যে তার ‘যে গল্পে ভালোবাসা নেই’, ‘বউ বানাবো তোকে’ ও ‘অনেক দামে কেনা’ সিনেমা গুলো মুক্তি পেয়েছে। সবশেষ তাকে দেখা গেছে উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ সিনেমায় আইটেম গানে পারর্ফম করতে।

বিএনএ/ রিপন রহমান ,ওজি

Total Viewed and Shared : 18 


শিরোনাম বিএনএ