বিএনএ, ঢাকা : বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল স্টারলিংক। মঙ্গলবার (২০ মে) থেকে শুরু হয় ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্পেসএক্স পরিচালিত এই স্যাটেলাইটভিত্তিক এ ইন্টারনেট সেবা। স্টারলিংকের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ব্যক্তিগত তথ্য ও নির্ধারিত অর্থ পরিশোধ করে সরাসরি অর্ডার করতে পারবেন আগ্রহীরা।
অর্ডার করবেন যেভাবে
স্টারলিংক সংযোগের অর্ডার করতে প্রথমে স্টারলিংক ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর নির্ধারিত ঠিকানা লিখে বা কারেন্ট লোকেশন আইকনে ক্লিক করলেই অর্ডার নেওয়ার পেজে পেমেন্ট অপশন দেখা যাবে। এবার পছন্দের প্যাকেজ নির্বাচন করে চেক আউট বাটনে ক্লিক করার পর যোগাযোগের ঠিকানা ও স্থানীয় ব্যাংকের কার্ডের মাধ্যমে দেওয়া পেমেন্টের বিস্তারিত তথ্য লিখে অর্ডার করতে হবে।
অর্ডার নেওয়ার সময় স্টারলিংক থেকে জানানো হচ্ছে, সেবা গ্রহণের জন্য ফটো আইডির কপি জমা দিতে হবে। ইন্টারনেট–সেবার রাউটার ও অন্যান্য যন্ত্র তিন থেকে চার সপ্তাহের মধ্যে নির্ধারিত ঠিকানায় পৌঁছে দেবে স্টারলিংক। অর্ডারের জন্য স্টারলিংক স্ট্যান্ডার্ড কিট কেনার জন্য ৪৭ হাজার টাকা ও শিপিং চার্জ ২ হাজার ৮০০ টাকা অর্থাৎ ৪৯ হাজার ৮০০ টাকা জমা দিতে হবে। এ ছাড়া চাইলে স্টারলিংকের কাছ থেকে পিভট মাউন্ট, ওয়াল মাউন্ট বা পাইপ অ্যাডাপ্টরও কেনা যাবে। পণ্যগুলো কিনতে খরচ হবে যথাক্রমে ৬ হাজার ৭০০, ৫ হাজার ৯০০ ও ২ হাজার ৬০০ টাকা। সংযোগ চালুর পর প্রতি মাসে নির্ধারিত প্যাকেজ অনুযায়ী অর্থ পরিশোধ করতে হবে।
বিএনএনিউজ/এইচ.এম।