19 C
আবহাওয়া
৬:০১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৪, ২০২৪
Bnanews24.com
Home » আনোয়ারা সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আনোয়ারা সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আনোয়ারা সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনএ,আনোয়ারা (চট্টগ্রাম): প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে আনোয়ারা সাংবাদিক ফোরামের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (২১ এপ্রিল) উপজেলা হলরুমে আনোয়ারা সাংবাদিক ফোরামের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সাংবাদিক ফোরামের সভাপতি এম আনোয়ারুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পদক জাহেদুল হকের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবু মৃণাল কান্তি ধর।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম সিকদার, তদন্ত কর্মকর্তা সৈয়দ ওমর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, প্রকল্প কর্মকর্তা জমিরুল ইসলাম, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল হোসেন, উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি মামুনুর রশীদ, শিক্ষক সমিতির সভাপতি সরোয়ার হোসেন প্রমুখ।

এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্ব বাংলার সম্পদক এম আলী হোসেন, একুশে সংবাদের সহসম্পাদক এম এ সবুর, দৈনিক গণকন্ঠের ব্যুরোচীফ আবু হেনা খোকন, ডেইলী নিউজ মেইলের ব্যুরোচীফ রফিকুল ইসলাম, গণকন্ঠের চট্টগ্রাম প্রতিনিধি বজলুল হক, দৈনিক আমার সংবাদের আনোয়ারা প্রতিনিধি ডি এস মনসুর, চ্যানেল এস প্রতিনিধি রূপন দত্ত, আমাদের নতুন সময়ের বদরুল হক, সময়ের আলো এনামুল হক নাবিদ, বানিজ্য প্রতিদিনের ফরহাদুল ইসলাম, আমার সময়ের জাবেদুল ইসলাম, ইত্তেফাকের জাহিদ হাসান হৃদয়, চট্টগ্রাম নিউজের রিয়াদ হোসেন, দৈনিক বায়েজিদের শেখ আব্দুল্লাহ, নয়া বাংলার আক্কাস উদ্দীন, আরফাত হোসেন, একুশে সংবাদের আলভীন, আব্দুল মান্নান প্রমুখ।

বিএনএ/ এনামুল হক নাবিদ,ওজি

Loading


শিরোনাম বিএনএ
দ.কোরিয়ায় সামরিক আইন জারি, আবার প্রত্যাহার, লংকাকান্ড সাভারে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত আ’লীগ আমলে রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে আইন মন্ত্রণালয়ের চিঠি ‘স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক কর্মশালা শুরু নতুন উপকূলীয় গ্যাস অনুসন্ধানেও বিনিয়োগ করবে শেভরন ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের এক-তৃতীয়াংশ ভূমি হারিয়ে যেতে পারে প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে কাজ করছে সরকার আইএলও কনভেনশন বাস্তবায়নে বাংলাদেশের পরিষ্কার রোডম্যাপ আছে--বাণিজ্য উপদেষ্টা সেন্টমার্টিনকে বর্জ্য মুক্ত করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ