25 C
আবহাওয়া
১০:১৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » ১৪শ’ বস্তা সরকারি চাউলসহ ব্যবসায়ি গ্রেপ্তার

১৪শ’ বস্তা সরকারি চাউলসহ ব্যবসায়ি গ্রেপ্তার

১৪শ’ বস্তা সরকারি চাউলসহ এক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ১৪শ’ বস্তা সরকারি চাউলসহ আব্দুল বাহার মিয়া (৪৪) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে পাহাড়তলী বাজারে মেসার্স মাহী ট্রেডিংয়ের গোডাউন থেকে এসব চাউল উদ্ধার করা হয়। ওই ব্যবসায়ীকে আজ আদালতে চালান দেয়া হয়েছে। চাউল ভর্তি একটি ট্রাক আটক রয়েছে।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) পুলিশের সহকারী কমিশনার মো. ইয়াসির আরাফাত বলেন, ভারত থেকে আমদারি করা সরকারি চাউল নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে নোয়াখালীর চরভাটা এলএসডি গোডাউনে যাওয়ার কথা। সেখানে না গিয়ে সরকারি এসব চাউল পাহাড়তলী বাজারে ঢুকছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পাহাড়তলী বাজারে মেসার্স মাহী ট্রেডিংয়ের গোডাউন থেকে ১৪শ’ বস্তা চাল জব্দ করা হয়। এসব চালের বস্তায় সরকারি সিল রয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে মেসার্স মাহী ট্রেডিংয়ের মালিক আব্দুল বাহার মিয়ার কাছে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে না পারায় তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে আড়তদার আব্দুল বাহার মিয়া স্বীকার করেছেন, সরকারি চাউলের বস্তা পরিবর্তন করে তাদের নিজস্ব সিল সম্বোলিত বস্তায় প্যাকেটজাত করে খোলাবাজারে বিক্রির কথা স্বীকার করেন।

তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাক্তাই ও পাহাড়তলী বাজারে সরকারি চাউল আত্মাসাতে একটি সিন্ডিকেট রয়েছে। ওই সিন্ডিকেট জেলা থেকে উপজেলা পর্যন্ত সক্রিয়। এই সিন্ডিকেটের প্রধান হলেন ট্রান্সপোর্ট ব্যবসায়ী। যিনি সরকারি চাউল বন্দর কিংবা গোডাউন থেকে দেশের বিভিন্ন এলএসডি গোডাউনে নিয়ে যান। তিনি সরকারি বিভিন্ন গোডাউন থেকে এসব চাউল চাক্তাই ও পাহাড়তলী বাজারে নিজস্ব গোডাউনে মওজুদ করে উচ্চ মূল্যে খোলাবাজারে বিক্রি করেন। নিম্নমানের চাউল সরকারি বস্তায় ঢুকিয়ে গন্তব্যে পাঠান।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ