25 C
আবহাওয়া
৩:৩৪ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু বৃহস্পতিবার

অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু বৃহস্পতিবার

আপাতত চালু হচ্ছে না বাংলাদেশ-ভারত ফ্লাইট

বিএনএ ঢাকা: লকডাউনের মধ্যে  দেশের অভ্যন্তরীণ সব রুটে সীমিত পরিসরে  বৃহস্পতিবার (২২ এপ্রিল) থেকে ফ্লাইট চলাচল শুরু করতে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ইতোমধ্যে এ সংক্রান্ত  নির্দেশনা জারি করেছে  সরকারী সংস্থাটি।

এতে বলা হয়,বৃহস্পতিবার ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, বরিশাল, যশোর, সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিস্তারিত তথ্য ও টিকেট সংগ্রহের জন্য যাত্রীদের বিমানের বিক্রয় অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

বেবিচক জানায়, যাত্রী পরিবহনের ক্ষেত্রে প্রবাসী কর্মীরা অগ্রাধিকার পাবেন। পরিবারসহ ভ্রমণ করতে পারবেন যাত্রীরা। তবে পরিবারের ক্ষেত্রেও প্রবাসী কর্মীরা অগ্রাধিকার পাবেন।বিশেষ বিবেচনায় অনুমোদিত ফ্লাইট দেশের সকল গন্তব্যে যাত্রী পরিবহন করতে পারবে।

তবে, বেবিচকের চেয়ারম্যান এম মফিদুর রহমান জানিয়েছেন, কক্সবাজার ছাড়া সব রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল করবে।যারা ঢাকার বাইরে থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে বিদেশ যাবেন বা এখানে পৌঁছে ঢাকার বাইরে যাবেন মূলত তাদের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ঘোষণা আসার পর  এয়ারলাইন্সগুলো ফ্লাইটসূচি প্রকাশ করেছে।

বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার জানিয়েছে, বুধবার থেকে তারা প্রতিদিন চট্টগ্রামে তিনটি, যশোর, সিলেট ও সৈয়দপুরে ২টি এবং বরিশাল ও রাজশাহীতে একটা করে ফ্লাইট পরিচালনা করবে।

বেসরকারী আরেক বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, বুধবার থেকে তারা প্রতিদিন চট্টগ্রামে ৩টি, সিলেট, যশোর ও সৈয়দপুরে ২টি এবং বরিশালে ১টি করে ফ্লাইট পরিচালনা করবে।

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার লকডাউন জারির পর গত ৫ এপ্রিল থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ ছিল।

উল্লেখ্য, লকডাউনের মধ্যে আন্তর্জাতিক ফ্লাইটও বন্ধ রয়েছে। তবে প্রবাসী কর্মীদের যাতায়াতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে বিশেষ ফ্লাইট চালানো হচ্ছে। প্রবাসীরা যাতে দেশের অন্য সব স্থান থেকে ঢাকায় আসতে পারেন, সেজন্য অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরুর অনুমতি দেয়া হলেও এসব ফ্লাইটে যে কেউ যাত্রী হতে পারবেন।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ